যদি আত্তিক বা মনের টান নাইবা থাকে
তবে জবাবদিহিতা করতে বাধ্য নও।
আর যদি এমনটাই ভেবে থাকি,
তা হবে নেহাতই র্নিবুদ্ধিতার সামিল।


শাস্তি হিসেবে পৃথিবীতে যত ঘৃণা আছে
মালা রূপে গলে নিজেই পড়িয়ে দিও।
তাতে ভুল না বুঝে বরং খুশিই হবো
প্রতিদান বলে এটা মেনে নেবো।


তবে হ্যাঁ,
যদি মনে করো হৃদয়ের টানে আছে
রাগ-অভিমান থাকাটাও স্বাভাবিক,
এতে দোষের কিছু নেই
কাউকে দায়ী করাও যাবে না।


স্বর্ণলতা বৃক্ষকে ভালোবেসে জড়িয়ে থাকে
বৃক্ষ যদি তা না মানতো, তবে
স্বর্ণলতার জন্মই হতো না।
তেমনই আমি ভালোবাসার প্রাচীরে
ঘিরে রাখতে চাই, কোনো বিনিময় ছাড়াই।