জীবনের শেষ পান্ডুলিপিতে তোমার আগমন
যখন দৈন্যতা আমাকে গ্রাস করছে অহর্নিশ।
প্রসন্নতায় ঠিক পথ ঠাউর করতে পারে না মন
সোনালী অতীত হেলাফেলায় কেটেছে বেশ।
মনের অন্ধকার অলিগলিতে চাপা কান্না;
প্রেমের সুরে বেদনার নীলাকাশ আছড়ে পড়ে।
অবিরাম ভালো থাকার অভিনয়ে আজ ক্লান্ত
হৃদয়ের শিরা- উপশিরায় এখন আর স্রোত নেই;
প্রেম,ভালোবাসার মানেটাই বুঝি না;খুঁজি না।
মননে ভাবনারা হানা দেয় ,তবে নিরাশ হয়;
মনের জোরে শরীর তেমন, শক্তিশালী হয় না।
স্বপ্ন ধরা দেয় না,পিছুটানে বাঁধা পড়ে;
তোমারই আদলে যদিও মনপ্রাণ সপেছি।
বাস্তবতার সাগরে ভাসতে ভাসতে আমি ক্লান্ত;
অথৈই জলে তুমি যে একখন্ড অবলম্বন।
অমাবস্যায় পূর্ণিমার চাঁদ;দমে দমে অক্সিজেন।
তবুও তোমায় মনের আকাশে ছেড়ে দিলাম;
সময়ের ভাঁজে নিয়তির এই নিষ্ঠুর পরিণাম।
শোককে লালিত সুখের আলিঙ্গনে বেঁধে নাও;
ভালোবাসার “কষ্ট’’হয়ে আছি সুখ না পেলাম।