সূর্যটা আজ কোথায় গেলো?
পাইনি দেখা তার,
খোকা-খুকি দুয়ার খুলে
খুঁজছিল বারবার।


চারপাশটা ঝাপসা কেমন!
কুয়াশাতে ঢাকা
ছোট্ট ছোট্ট ঘরগুলো সব    
যেনো তুলির আঁকা।


রোদ পোহাতে ছেলে-বুড়ো
জড়ো হলো সব
পাখপাখালি সবে মিলে
করছে কলরব।