মাগো,আমি দেখি বিজয়ের লাল সবুজ পতাকা
যার মাঝে আঁকা টকটকে লাল রক্তের দাগ,
সবুজের বুকে ক্ষত-বিক্ষত পঁচা লাশের টুকরো।


শরীরের ভাঁজে হানাদারের ঐ লেলিহান শিখা
আর বিষাক্ত সাপের ছোঁবলে দংশিত বীর,
মুক্তযোদ্ধার মর্মান্তিক নিথর শরীর।


বাংলার পথে কুয়াশায় ফুটে উজ্জল মুখ
আজো তার মায়ে পথ চেয়ে কাঁদে খোকা খোকা বলে-
উত্তরে নেই দু’ফোঁটা অশ্রু সীমাহীন দুখ।


সহস্র গুলির শব্দে কেঁপেছে আকাশ বাতাস
শুধুই কাঁপেনি তোমার ছেলের সাহসী এ প্রাণ,
ছিনিয়ে এনেছে স্বাধীনতার বিজয় নিশান।


আকাশে বাতাসে ভেসে উঠে আজো তোমার ছেলের
গলিত লাশের আঁশটে গন্ধ,তবু ডেকে যাও-
খোকা খোকা বলে,মা তুমি কি বোকা!