তুই কি রে রাধার কৃষ্ণ?
আসিস বৃন্দাবনে!
জোৎস্নারাতে কথা কবো
মন বাতায়নে।


ঘর ছেড়ে আয় রে সখা
রঙিন খেলা ঘরে
ভাটিয়ালির সুরে সুরে
গাঁয়ের পথটি ধরে।


ভালোবাসি যাই যে বলে
সুখের কড়া নেড়ে
থাকিস শুধু আমার হয়ে
মন নিয়েছিস কেড়ে।  


প্রকৃতিও করে খেলা
তোরই মতো করে
তাই তো দেখি আজকে সবাই
মানুষ বন্দী  ঘরে।  


(বিঃদ্রঃ কবিতাটি কবি কবীর হুমায়ূনের অন্ধপ্রেম কবিতায়
মন্তব্য করতে গিয়ে রচিত।তাই প্রিয় কবি কবীর হুমায়ূন কে উৎসর্গ করা হলো।)