সলতে পুড়ে কালি করে দেই নজর ফোঁটা
ললাট জুড়ে কানের পিছে দেই আরো ফোঁটা
পড়শি ভাবী এসব দেখে মিটি মিটি হাসে
লজ্জা পেয়ে বরটা আমার মুখ চেপে কাশে।


পথের পানে চেয়ে থাকি কখন যাবে বেলা
ফিরবে ঘরে জমবে আবার মিষ্টি প্রেমের খেলা ;
যা-ই বলে তা-ই শুনি লক্ষ্মী মন্তর বেশ
সেও তেমন করতো যতন বেঁধে দিতো কেশ।


এমন ভাবে দিন কেটে যায়, কয়েক বছর পর
কোল জুড়ে চাঁদের হাসি আলো করলো ঘর;
সুখ যে আরো উপচে পড়ে ডানা মেলে উড়ি
জীবন যেনো স্বপ্নে আঁকা রঙিন সুতোই ঘুড়ি।


কোথাও তবু কষ্ট ছিলো জ্বলতো তুষের আগুন
মানুষ জীবন সুখে দুখে যায় কেটে সব ফাগুন ;      
এসব নিয়ে ভাবি না তাই যা হবার হবে
মৃত্যুর মিছিল আসছে ধেয়ে যাবো জানি কবে?