চলে যাও যেদিকে দুচোখ যায়
যখন ইচ্ছে ফিরো, পিছু ডাকবো না;
গুরুজনেরা বলে, পিছু ডাকা ভালো নয়।
মনের গহীন তলে স্থান নাই বা পেলে;
তাতে কি?বন্ধু তো হতেই পারো।তাই না?
কজনই বা তা হতে পারে।ভাবো তো!
জীবনটা এমনই থেমে থাকে না ;আজব!
বহমান নদীর মতো ছলছল করে চলতেই থাকে।
বুকে বয়ে নিয়ে যায় যত বজ্র-আর্বজনা, বিষাক্ততা।
তবু তাকে আমরা কদাচিৎ সর্বনাশা বলি।
জীবনের কাছে কিছু চাওয়া-পাওয়া অর্থহীন;
তার নিজেরই গ্যারান্টি নেই;সে আর কি দেবে?
তবে তাকে আমারা অনেক কিছু দিতে পারি!
যার মাধ্যমে বেঁচে থাকবো চিরকাল অম্লান।
সেটাই ভালো নয় কি? হায়! ব্যর্থ ঘুম ,স্বপ্নহীন ।
স্বপ্ন জেগে থেকে দেখাই স্বার্থকতা,ঘুমিয়ে নয়।
চলার পথে যদি ভালো-মন্দ কিছু দেই তোমায়;
ঘৃণায় নয়,ভালোবেসে নিও পরাণ ও তলে।
মিথ্যে বলবো না ছলনায় হোক কিংবা হোক;
ভালোবাসায় যেভাবেই ডেকেছো তাতে প্রেম ছিল;
তাই রাখিবো স্মরণ!সাথে নিয়ে যাবো চিরচেনা
দুজনের পৃথিবীতে বিশাল মেঘলা আকাশ ...।