সহপাঠী কত জনই
বন্ধু সবাই নয় ;
নামে একই আছে কত
মিতা তারে কয়।


বন্ধু হতে লাগে নাকি ?
এসব পরিচয়
স্বার্থপরে কত করে
বন্ধুর অভিনয়।


স্বামী-স্ত্রী বড়ই আপন
তবুও বন্ধু হয়?
ভাই-বোনে মধুর বন্ধন
তবু দূরে রয়।


মা-বাবা অতি আপন
সর্বজনে কয় ;
সন্তানেরই হাতে তবু
তারাই খুন হয়।


সুখে-দুখে পাশে থাকে
বন্ধু সে-ই হয় ;
বন্ধুরাই যে করতে পারে
বিশ্বটাকে জয়।