আঁধারের গায়ে আগের চিত্র
কোলাহলে ভরা পাখির মতোই
কিচিরমিচির সবুজাভ মাঠ;
ভিন্নতা শুধু গঠনে মননে
হালকা রঙের জামা দোপাট্টা
ছোট্ট ঝাঁকড়া চুলের ঝুঁটিতে,
ধবধবা সাদা ফিতার বেননি।


বাঁধা ধরা সব রুটিন তৈরি
কাঁসার ঘন্টায় টুনটুনানি
সারিবদ্ধতা, দলিত ঘাসের
আহাজারি আর সদ্য জন্মানো
শিউলি গাছের লকলকে ভাব।
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐ
শহীদ মিনার।


কাজের ফাঁকেও গরম পানিতে
টি ব্যাগটা ফেলে শান্তির ভাব,
ভাগ করে নেয়া একটি আপেলে
সবে স্বাদ পেতে; সে কী আনন্দ!
হাসির ফোয়ারা থেমে গেছে আজ
করোনা কালের স্রোতে ভাসা সব
ফেনিল আকাশ।


মুছে গেছে সব সময়ের ভাঁজে
ঘন কালো মেঘে,
অভিমান করে পথের ধূলোয়
পদচিহ্নের বিলাসী জীবন।
জয়ে পৌঁছে যায় সাবলীল ভাবী
জটিল অংকের সমস্যাগুলো,
সহজ সরল পথের দিশারী
মনুষ্যত্বের ছোঁয়ায় বাঁচুক;
এই প্রত্যাশা।