মানুষেরা পৃথিবীতে করে হানাহানি
পশুরা তাই লজ্জায় করে কানাকানি,
মানুষের কাজ গুলো মানুষ যদি দেখে ভেবে
অমানুষের কাতারে তারে কীভাবে নেবে!


বিবেক যদি দংশন না হয়,সত্যের আাদলে
পাপের দাগ মোচন হয় কী গো বর্ষা বাদলে,
হত্যা,ধর্ষন, লুটপাট করো শত দুর্নীতি  
ফিরে আসো মানুষ হয়ে নিয়ে ভয়ভীতি।


আবার যদি ফিরে আসি তোমাদেরই মাঝে
মানুষ আমি হবো নাকো,মরি ভীষণ লাজে,  
মর্ত্যে আমি গর্তে রবো সাপেদেরই সাথে
বিষাক্ত ছোবল দেবো ঐ সমাজেরই আঁতে।