তুমিই পারো নির্ভীক সাহসী প্রাণে এগিয়ে যেতে
শুভ্র মেঘ হয়ে ঘনকালো অশুভকে দূরে রাখতে।
পাষাণ প্রাচীর ঝাপসা আঁধার গুড়িয়ে এগিয়ে যাও হে নারী !
বসন্তের দুষ্টু প্রজাপতি হয়ে উড়তে যেও না ভুলেও
অন্যায় অবিচার অত্যাচারে নত নয় আর, অগ্নি হও।
মোমের ন্যায় গলে যাওয়ার জন্য জন্মাওনি তুমি
বাঁচতে শিখো উঁচু শিরে মহীয়ান হয়ে!
শ্যাওলা জলে আঁছড়ে পড়ো না, দাঁড়াও সোজা হয়ে
প্লাটর্ফম তৈরি কর নিজেই - কেউ দেবে না জেনো।
আঁকড়ে ধরো, অবলম্বন করো এ সোনার মাটিকেই
কড়ি দিয়ে নয়; যে মাটি প্রাণের বিনিময়ে কেনা,
লক্ষ প্রাণের মূলে স্বাধীন এ ভূমি, তুমি হবে তার রক্ষক
শোনো হে বীর নারী, সময় এখন ঘুরে দাঁড়াবার - হও আগুয়ান।
দশভূজা হও তবে নিজেকে বিসর্জন দিও না
দুর্গার ন্যায়, বিসর্জন দাও মুখোশধারীদের -
যাদের জন্য বারবার হোঁচট খাও, যারা পিছু টানে।
হ্যাঁ, তোমাকেই বলছি - এগিয়ে যাও সম্মুখ পানে
উজ্জ্বল তারা হয়ে মশাল হাতে দাঁড়াও বারেক নির্ভয়ে...