এই তো সেদিন ভাবছিলাম খুব তোমার আমার কথা
কাছে দূরে খেলা খেলে বাড়ে যতো ব্যথা
রাগ অনুরাগ চলে প্রায়ই মনটা থাকে ভার
লকডাউনে নানান ছুঁতোই দিনটা হয় পার।


ম্যাজ ম্যাজ করা ব্যথার ক্ষতে ব্যান্ডেজ পাবো কই?
নানান রকম টোটকা নিয়ে চড়ি সাধের মই।  
প্রেম বিরহের কাব্যিকতা এখন বড্ড ফিকে
আগের মতো পাই না মজা নতুন কাব্য লিখে।


কোনো রকম যাচ্ছে দিন নুন পান্তার জলে
স্বজনেরা তবু সুখী কাছে পাওয়ার ফলে
ব্যস্ত সময় কেমন ছিলো পড়ছে না আর মনে
ওটাই বুঝি ভালো ছিলো ভাবি আনমনে।