তোমরা যাদের মানুষ বলো
এই পৃথিবীর মাঝে,
মানুষ ঘরে জন্ম নিলেই
হয় না মানুষ কাজে।


ধর্ম নিয়ে বর্ণ নিয়ে
করে বাড়াবাড়ি,
অমানুষের সাথে তাই যে
আজন্ম আড়ি।


কালো টাকার পাহড় বানাও
সাদা জামা পড়ে
লোক দেখানো শান্তি বিলাও
বলো কেমন করে?


নাস্তানাবুদ হবে যেদিন
নিঃস্ব হবে জেনো
বখশিশ তোমার জমা হচ্ছে
যতোই হোক ন্যানো।  


নাও ভিড়ানোর ঘাট পাবে না
বৈঠা হাতে রবে
ব্রতচারী হয়ে এমন
ক'দিন রবে ভবে!