ইচ্ছে করে বাঁচতে আমার এই দেশেরই বুকে
বাঁচতে যদি না দাও আমায় মরবো মাথা ঠুকে ,
কী বা বল দোষ করেছি মারবে চাকায় পিষে
এমন করে মারো তোমরা রাজপথে যাই মিশে ।


কত বুকের রক্ত নিলে হিসেব করে দেখো
নিয়মনীতি কোথা গেল একটু খানি শেখো !
কাঁদতে কাঁদতে মায়ের আঁচল সবই গেল ভিজে
আর দেবো না কাঁদতে মাকে, পণ করেছি নিজে।


ভাই মরেছে, বোন মরেছে শিক্ষা হয়নি তবু
এভাবে হায়! চললে তো আর লাজ হবে না কভু ,
তাই তো বলি শোনো সবাই নিরাপদের সড়ক চাই
সুস্থভাবে বাঁচতে যে চাই অন্য কোনো দাবি নাই ।