যাবো চলে দূর সীমানায় ঐ পারেতে
ধন রত্নের ভান্ডার তাবত ফেলে
ভালোবাসি যারে ডাকছে আমায় যেতে
উদার পরাণ দিয়েছে দুহাতে মেলে।
প্রিয়জন ছেড়ে,সঞ্চিত যা তাই পেতে
আসবো না আর সবই দিলাম ঢেলে,
গিয়েছিলাম ভুলে ছিলাম ধরায় মেতে
যে যায় সে ফেরে না কভু ঐ পথে গেলে।


মৃত্যুর স্বাদ বুঝবে শেষে জেনো সবে  
সঙ্গীহীন নির্ধারিত এই চলাচল।    
করোনা বা কোনো ছলনায় যেতে হবে  
বিধির বিধান না যায় খন্ডন, বলো-
আল্লাহ এক, রাখো তব বিশ্বাস রবে
সুদিনের আশায় ফেলো হে অশ্রুজল।