রোদ, বৃষ্টিতে, ঝড়ে পুড়ে
করো তুমি  সৃষ্টি।
অক্লান্ত শ্রম, আর ঘাম ঝরে
কি যে অনাসৃষ্টি।


বালু,সিমেন্ট আর দিয়ে ইট
রঙ চঙে করো ফিট।
দিন শেষে মজুরী হাতে;
নুন ,ভাত জুটে তাতে।


যখন তৈরী হয় অট্টালিকা
‘‘নির্মাতারা’’ হয় পর।
দারোয়ান বসে রয় গেটে;
বুকটা করে ধরফর।


নিরবধি করেন সেবা
মনে রাখে কেবা?
হাসি মুখে করি স্মরণ;
পুষ্পে হোক বরণ।