ফিরে যাও সেই চেনা গলিতে লালিত শোকে
যে মর্ত্যে বিত্ত বাসর সাজালে নিপুণ হাতে
অমাবস্যায় না হয় তলিয়ে যাবো, কী হবে -
জীবন তরী থেমে থাকে যদি সময়ের পরতে?
স্বপ্ন বুননে বড়ই ক্লান্ত শ্রান্ত যে এই দেহ-মন
হৃদয় পুড়ে হয়েছে খাক! তবুও পিছুটান; হায় প্রেম!
সেই সোনালি সময় বুঝি দিয়েছে আড়ি
মননে আজ শুধুই হতাশা চেতনে এলেম।
নৃমণি তুমি মনের ঘরে বিরাজমান প্রিয়
নিশপিশে মনের হাজারো বায়না জানো তুমি!
পরাণ বাঁচে না পরাণের তরে বন্ধু বিনে
কোথা চলছো সখি? ফিরে দেখ একা আমি!