নীরবে নিভৃতে নিশি আসে যায় অগোচরে
জেগে থাকে দিবানিশি নিয়তির ডুবুচরে,
শোক তাপে কেঁপে উঠে ঝড় বুকের ভিতর
ছিঁটেফোটা যদি থাকে, মনে হয় তা' নিথর ।


সময়ের ব্যবধানে চলে গেছো বহুদূর
চলছি বিরহে তাই বাজিয়ে বিধুর সুর,
আঁচলের গিটে কিছু রঙিন স্মৃতি বেঁধেছি
অশান্ত মনকে বুঝিয়ে অশ্রু লুকিয়ে নিয়েছি ।


মনের কপাট খুলে দুঃখ ভুলে হাঁটছি একা
হিয়াপটে যদি পাই সুখ পাখিদের দেখা,
শুকতারার দেখা নাই নীল আকাশের বুকে
বিমল প্রেমে বাঁধবো ঘর লালিত স্বপ্ন সুখে।