হিসেব মিলছে না কিছুতেই
জীবনের প্রতিটি পাতায় লাইনে শব্দে গরমিল
বলে ব্যাটে বা ত্রিভুজ কম্পাসে কোনো কিছুতেই
নিখুঁত প্রাণবন্ত জ্যামিতি আঁকতে পারছি না।


উঁচুনিচু পথে হোঁচট খাচ্ছে,গতিহীন নষ্ট ঘড়ি
দিবসের আলো ক্রমশ ফুরিয়ে গোধূলী লগ্ন
ডিঙি নৌকা ভিড়িয়েছে ব্যর্থতারই ঘাটে ।


বৈঠা হাতে অপারগ মাঝি আজ ক্লান্ত
অপেরা আজ দৃষ্টিহীন চোখে  স্তব্ধ,
দুর্বিনীত সমাজে নীতি বড়ই বেমানান
তাই পালিয়ে বেড়াই আগপাছ না ভেবে;
দূর দূরান্তে মন মনান্তে ...