ডানা ভাঙা পাখিরে তুই
উড়তে নাহি পারিস
শিকল ছাড়া বন্ধ ঘরে
কেমন করে থাকিস?


সোনার পিঞ্জর ভেঙে যাস না
তোরে যতনে রাখি
অন্ধকারে ছটফট করে
কান্দে দুটি আঁখি।


সকাল সন্ধ্যা যতন করি
পোষ মানিস না তবু্
আমায় ছেড়ে কই যে যাবি
আসবি কি আর কভু?


ভাবছি বসে এই লগনে
আমি যে খুব একা
যাইবার কালে কেউ রবে না
পাবি নাতো দেখা।