যারই তরে খুঁজেছিলাম
এক চিলতে নির্মেঘ সুখ ;
ব্যথার বানে ভাসিয়ে দেয়
প্রেম হারা নির্মেদ বুক।


আপনাকে ভুলেছিলেম
খড়কুটারই ভিড়ে ;
ছন্নছাড়া মনটা কাঁদে
আকাশের বুক চিড়ে।


দুখের ধারা বয়ে চলে
ভালোবাসার গায় ;
নিয়তি যেন করছে খেলা
নেই যে কারও দায়।


বিধির বিধান কে বা বুঝে?
বুঝার সাধ্য নাই ;
মনের কথা বলব খুলে
বন্ধু কোথা পাই ?


দারুণ আগুন জ্বলছে বুকে
পুড়ে হচ্ছি ছাই ;
কোন বা দোষে দোষী ওগো
একটু  শুনতে চাই ।


তুমি আমার পরশপাথর
এই জীবনের গীত ;
হেমন্তেরই দিনে আনো
আগুনমাইয়া শীত ।