হঠাৎ  বুঝি মেঘ ভেঙ্গে
      চাঁদ  উঠলো
        চোখ খুলে  আমায়
           ইশারায়  ডাকলো।


  অজানা অনুভবের  অনুতাপে
      কোমল হৃদয় ক্ষত-বিক্ষত
          ছলনার মায়াজালে  আচ্ছন্ন
            তবুও রয়েছি আমি অক্ষত ।


  ফেলে আসা কত দুর্লভ স্মৃতি
      ভুলতে চাইলেও
           যায়না ভুলা
               ইতিহাসের ইতি।


  মন জানে বিবেকের কথা
       বুকের পাঁজরে গাঁথা
           বিচ্ছেদের মালা  
              হৃদয় বুঝে সেই
                 হৃদয়েরি ব্যথা।
              
  অমূল্য ‘‘স্বপ্ন শিহরণ’’
      কষ্টই দিবে- জানি সারাক্ষণ,
          তাই মনকে বলি-
            ‘ অবুঝ হয়োনা ভুলে যাও
                   সেই   শুভক্ষণ’ ।