একটি সবুজ -লাল
    একটি নিশানা
       করেছি কতগান,
          কবিতা অর্চনা ।


  ডিজিটাল  স্বপ্নপুরী
    ‘‘ বাংলাদেশ’’
          সোনার বাংলায়
             মোরা আছি বেশ ।


   ঘুরছে মানুষ
       ঘুরছে পৃথিবী,
          সেরা মানুষ হবো
               সবাই ভাবি ।


   আমাদের স্বপ্ন গড়বো
        একটি দেশ
           সবুজের সমারোহে
               রূপবতী  দেশ ।


   সবার চোখে এখন
        ডিজিটাল  চশমা
            ভাবতে হবে ‘‘ মাতৃভূমি’’
                  আমাদের মা ।


   দুর্নীতি যদি করে রক্ষক
         সমান সমান
            এতে কি হয়না?
               মায়ের অপমান।


   বীর বাঙালী-
      ছিনিয়ে এনেছে  স্বাধীনতা  
         হিন্দু-মুসলিম,
            হয়েছিল  একতা
               ধরে রাখতে হবে,
                 তাদের  সততা।


    আমাদের সবকিছু-
        এখন  ডিজিটাল,
           হয়েগেছি বেশি সুখে
              বেসামাল  ।
            
     আহবান- গড়তে  হবে
         একটি  দুর্নীতিমুক্ত  দেশ
             তাহলেই হবে -
                 ‘‘ডিজিটাল বাংলাদেশ’’