বন্ধু বিহনে  নিরব নির্জনে
     আমি ভাবি,ভাবি গো তোমায়
         নিরব  নির্জনে।।


     কত স্বপ্ন,স্বপ্ন  হয়ে রয়ে যায়
       কত স্মৃতি মাখাদিন,
     স্মৃতি হয়ে থেকে যায়
       আমি ভাবি, ভাবি গো তোমায়
       ‘‘ বন্ধু  বিহনে ’’।


       জানি আজ ও বকুল তলায়
       ফুল গুলো পড়ে রয়
       গাঁথা  হয়নি মালা
        তবু ও ভাবি ভাবি গো তোমায়
        নিরব নির্জনে ।।


        জানি দেখা হবে না
        কফির সেই আড্ডায়
        তবু ও ক্ষণে ক্ষণে ভেবে যাই
        সেই মিলন মেলার শুভক্ষণ
         বন্ধু বিহনে নিরব নির্জনে ।


         তালপাতার বাঁশির সেই সুর
         আজও হৃদয়ে বেজে যায়
         আমি কান পেতে শুনে যাই
         নিরব নির্জনে, উদাসী  হয়ে,
          বন্ধু বিহনে।


        প্রতীক্ষার প্রহর গুণে গুণে
        ক্লান্ত হয়ে বসে আনমনে
        আমি ভাবি, ভাবি গো তোমায়
        বন্ধু বিহনে, নিরব নির্জনে ।।