সেন্টমার্টিন প্রকৃতির সৌন্দর্যের এক পসরা
  যার আরেকটি নাম নারিকেল জিঞ্জিরা
  মনোরম দ্বীপটি  বাংলাদেশের সর্ব দক্ষিণে
  পর্যটকরা বেড়াতে আসেন‘‘ সেন্টমার্টিনে’’।


   বিশাল এলাকা জুড়ে এর বিস্তার
   আয়তন এর প্রায় ষোল বর্গ কিলোমিটার
   সমগ্র সৈকতে জুড়ে প্রবাল পাথরের মেলা
   এসব দেখে মানুষ হয় ভীষণ উথলা ।


   দ্বীপে আছে সারি সারি নারিকেল গাছ
   ব্যবসায়ীরা করছে এর সর্বনাশ আজ
   অপরিকল্পিত ভাবে  দ্বীপে হচ্ছে স্থাপনা
   বিলুপ্ত হলে এই দ্বীপ  খুঁজে আর পাবো না ।
  
   প্রবাল কীটের জীবাশ্ম দিয়ে গঠিত
   ‘‘ সেন্টমার্টিন’’রয়েছে  রহিত
   বলে শেষ করা যাবে না যার সৌন্দর্য
   এ প্রাকৃতিক দ্বীপটি আমাদের ঐতিহ্য ।


   দ্বীপটি দেখলে ভরে যায় বুক পরম সুখে
   যেটি আছে প্রতিনিয়ত হুমকির মুখে
   সামুদ্রিক জীববৈচিত্র এবং জীবের আবাসস্থল
   ভবিষ্যৎ এ হতে পারে এটি সমুদ্রের তল।


   উদ্যোগ নিয়ে করা উচিৎ এর পয়নিষ্কাষণ
   আর ও কত কিছু আছে এর আর্কষণ
   যদি কর্তৃপক্ষ দ্বীপটির দিকে তাকান
   ‘‘ সেন্টমার্টিন’’কে বাঁচানোর জন্য রইল আহ্বান।