বারংবার মনে পড়িয়া যায়
  বাংলা মায়ের মুখ
  ফিরিয়া যাইতে মন চায়,
  দেখিতে ধরিত্রীর
   রুপসী মুখ।


   সর্বসেরা মা জননী আমায়
   সর্বদায় মন প্রাণটানে
   এ প্রবাসীরে হায়
   মনে পড়িয়া যায়
   প্রতি ক্ষনে ক্ষনে।


   মোর স্বদেশেরি তরে
   মমতাময় বাংলার নদীর তটে
   ডিঙি নৌকায় চড়ে,
   মাতাল হাওয়ায়
   উদাসী মন ছুটে।


   গ্রীষ্মের খর উত্তাপে
   মিষ্টি রসালফল আম,কাঁঠাল পাকে
   দুখিনী মা কাঁদে
   বাবা বসে তজবী জপে
   ফ্রেমে বাধাঁনো ছবিতে চেয়ে থাকে।


   উচ্চঃস্বরে মন,
   কেঁদে কেঁদে বলে
   আমি বাংলার ছেলে
   আমি বাংলাকে ভালোবাসি
   তবুও মা ওরা বলে-“আমি প্রবাসী”