এইতো সেদিন দেখেছিনু তোমায়
কত প্রফুল্ল তুমি
আলোকিত উজ্জল চাঁদের ন্যায়
আজ  কেন এতো নীরব তুমি?
সখি -বলনা অবলীলায়।


এইতো সেদিন দেখেছিনু তোমায়
কত দুরন্ত তুমি
কানামাছি আর গোল্লাছুট খেলায়
আজ কেন এতো শান্ত তুমি
সখি-ভালোবাসনা কি আমায় ?


এইতো সেদিন দেখেছিনু তোমায়
কত উচ্ছাসিত তুমি
ভেসে যেতে গল্প ,কবিতা ,
অভিনয় আর সখিদের আড্ডায়!
আজ সেই হাসি গেল কোথায়?

এইতো সেদিন দেখেছিনু তোমায়
পড়াশুনায় কত মনোযোগী তুমি
এখন কেন দেখিনা বিদ্যালয়ের আঙিনায়?
করবেনা তোমার স্বপ্ন পূরণ ?
সখি -হারালে কি ভাবনায় ?


অস্রুসিক্ত চোখে সখি উঠিয়া কহে আমায়-
“এইতো সেদিন যে ভাবে দেখিয়াছ আমায়,
তাহা পড়িয়া আছে শাখাঁ-সিঁদুরেরি চাপায়
পঞ্চাশ বছরের নিয়ে বুড়ো, করিয়াছি সংসার শুরু
ঐ সব কি এখন আমার শোভা পায়।”