কাপুরুষ বলবো না তোমায়
  কারণ আমি ভালোবেসেছি ,
  তোমার ঐ মিথ্যে প্রেমকে!
  ছলনায় ঘেরা মোহকে।


  তোমার ছলাকলা আমায় ভাবায়
  মিথ্যে সবি আমি বলছি -
  সত্যিই নাকি ভালোবাস আমাকে ?
  অপূর্ণ লাগে নাকি জীবনকে?


  ছলনা নেই তোমার কোথায়?
  অর্ধাঙ্গির কাছে সরলতায়?
  নাকি নিজের সাথে নিজের ?
  দোষ কি সবি ললাটের ?


  পরিবারের জন্য ,
  যতটুকু ভালোবাসা
  তা নাকি সামািজিকতার জন্য
  এটাও তোমার মিথ্যে ভাষা।


  তোমার সারা জীবনের স্বপ্ন
  জীবনে না পাওয়ার অপ্রাপ্তিতা
  সবকিছু নাকি আমাকে ঘিরে
  এই সব বলোনা তাতে কষ্ট বাড়ে ।


  এখনও কর লুকোচুরি
  কারণ ভুলতে পারছ না মিথ্যে প্রেম
  হা ..হা.. হা ..এটা কি সত্যি ?
  কিন্তু তাতে যে আছে আপত্তি।


  এটা প্রেম নয় ছলনা
  লুনাজল যতই ফেলনা
  মনস্থির কর কি হতে চাও?
  তাতে সত্যিই যদি কিছু পাও।