“ কাগজের ফুল ’’ আমি
  যাতে নেই কোনো গন্ধ
  ভুল করেছিলাম,
  ভালোবাসায় হয়ে অন্ধ ।

  যে পুষ্প প্রস্ফুটিত করলে,
  অতীব যত্ন করে
  ধরে কি রাখতে পারলে ?
  হৃদয়ের পুষ্পাধারে।


  কষ্টে জর্জরিত আজ
  দুটি পদ্ম ফুল
  ভ্রমরা ও বসে না সেখানে
  মনে করে “কাগজের ফুল ’’


  তোমাকে হারিয়ে,
  আজ আমি নিঃস্ব
  ভালোবেসে ছিলাম ,
  দিয়ে সর্বস্ব ।


  ললাটের নিয়তি
  দোষ নেই কার ও তাতে
  ভাগ্যই ছলনা করেছে ,
  কি বা করার আছে ।


  সামাজিকতা বলে
  স্বর্গ সুখে আছি
  প্রকৃতিই জানে ,
  কতটা সুখে আছি ।


  কত কিছু মনে পড়ে
  বাঁধা আসে বাস্তবতায়
  মনকে বুঝিয়ে আছি,
  তাই নিশ্চিন্তায় ।