ভালো মন্দ ,ছন্দ,মনে কতো দ্বন্দ্ব
  সকলে চোখ থাকিতে ও অন্ধ
  কত আনন্দ,হাসি আর উল্লাস
  আমারি পাশের বাড়ির বৃদ্ধা,
  অসুখে ভুগছে করছে অভিলাষ
  একটু খাবার চাই দাদা ।


   কেউ শুনছে না আহা,
  তাঁর আর্তনাদ বলছে যাহা
  আমরা মানুষ সৃষ্টির সেরা
  তবুও দেখিনা,শুনি না
  পাশে আছে যারা
  নিজেকে নিয়ে সদা ব্যস্ত
  কিন্তু বেলা গড়িয়ে
  আসবে যে অস্ত।


  তবুও আরও চাই,আরও চাই
  অন্যের পেটে ক্ষুধা,
  আমার কি ভাই ?
  বৃদ্ধা দুঃখিনী যেমন ,
  অঝরে কাদঁছে আজ
  এমনি দশা হতে পারে আমার
  ভাবতে ভাবতে এলো সাঁঝ
  কি লিখবো আজ?