বস্তিবাসী বস্তি নয়
তাদের পরিবেশটাই বস্তি
আমাদের মতো,
তারা ও চায়
একটুখানি স্বস্তি।


আমরাও মানুষ তারাও মানুষ
স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব,
নেই কোনো ভেদাভেদ
তবে কেন তাদের সাথে,
আমাদের প্রভেদ।

তারাও হতে পারে ,
জাতি গঠনের মূল
সহায়তার হাত বাড়িয়ে দিতে,
আমরা যদি না করি ভূল।


একই মাংস,একই রক্ত
সবার শরীরে
হিন্দু-মুসলিম,ধনী-গরিব
প্রত্যেকে প্রত্যেকের তরে।


কেউ টোকাই,কেউ বা কুলি
শিখে নাই তারা শিক্ষার বুলি
সমাজ যদি চায় ,                                                  
তাদের পৌছাতে শিক্ষার দ্বারে
জ্বলবে আলো, জাতির ঘরে ঘরে।


প্রত্যেক মায়ের মনে থাকে,
অনেক বড় স্বপ্ন
তাদের আশাটাকে
মনে না করি যেন,
অতি সামান্য।


এখনি সময় জনতার
সামনে এগিয়ে যাবার
চল চল বন্ধু সবাই
দেশটা গড়ার স্বপ্ন
দেখি যেন আমরাই।