মনের খেয়ালে বীজ,
  করলে বুনন
  সময়ের ব্যবধানে হবে,
  ফসলের গুন্ঠন।
  জানবে কে ,কখন?  


  ভাবনায় ছিল গুপ্তরহস্য
  পরিস্থিতি হবে হয়তো,
  করুণ ,রম্য বা হাস্য
  মিথ্যে ব্রত যতো
  ভেবেছিলে এমনটি হয়েছে কতো।


  ছেঁড়া বন্ধন নেবেনা ,তো জোড়া
  মনে ছিল শুধুই  গ্যাঁড়া
  অভাগীর ললাট ভাঙিল গ্রহদোষে
  হয়তো কোনো আক্রোশে,
  শাস্তি হয় বিচারে বিনাদোষে।


  চপলা মন চমকিত
  এইবুঝি পড়লে ধরা,
  বিবেকের কাছে
  তবুও হলেনা পুড়ে ভস্মিত
  পূরণ করলে দুষ্ট আকাঙ্খা যতো ।


  জাতে তুমি হিন্দু বা মুসলমান,
  মানুষ তো,এটা কি শরীয়তের বিধান
  অন্যায়,অবিচার,অবৈধ,অবাধ,অনাচার
  কোনোটিই কারও কাম্য নয়
  যে আসলো দিলে না তার অধিকার।


  হয়তো সে অপ্রত্যাশিত
  বিনা দোষে করলে দোষী
  হতে দিলে  না তাকে বিকশিত
  অথচ ধরিত্রী আজ,
  প্রাণের কল-গুঞ্জণে মুখরিত।

  যৌথ দোষের পাপের ফল,
  আজ ময়লার ড্রেনে
  মোড়ানো পলিথিনে
“ যেন এক ফালি চাঁদ”
  বলতো নিটোল শিশুটির কি অপরাধ?