দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী
মিছে সবি শুধু আখিরাত চিরস্থায়ী
মানবজাতি আজ ক্ষতিগ্রস্তদের অর্ন্তভুক্ত
দয়া,ক্ষমা,সাম্য,মৈত্রী,ভাতৃত্ব
কিছুই নেই যেন বাড়ছে পশুত্ব।


বিশ্বাস ,ক্ষমাশীলতা,দয়াবান,অতিথিপরায়ণ
কিছুতেই নেই যেন ধৈর্যধারণ
হিংসা-বিদ্বেষ ,গর্ব-অহংকার,
নেই প্রতিশ্রুতি শূন্যতায় অঙ্গীকার।

নিতে হবে মহাকালের শপথ
আজি ধরতে হবে রাসূলের (সা:)পথ
নৈতিক ও মানবিক মূল্যেবোধ প্রতিষ্ঠায়
অগ্রসর হও ,রুখতে হবে যত অন্যায়,
জাগো হে সাহসী প্রাণ শান্তি সুরক্ষায়।