" তুমি রবে "ফেলে যাওয়া ধরায়
পাখি ডাকা ভোরের রক্তিম আলোর আভায়।
যে রত্নভান্ডার রেখে গেছো
সহস্র ভক্তদের হৃদয়ে গেঁথে আছো।


করুণ বীণা বাজছে আকাশে-বাতাসে
মহাকাল অপেক্ষায় দীর্ঘ প্রয়াসে।
অশ্রু শ্রাবণ ঝরছে অঝরে
পাখি আর ফুলেরা কাঁদছে চুপিসারে।


জলধারা আজ অস্থির, অশান্ত
সকলি নিয়ে ছিলে তুমি প্রাণবন্ত।
তোমার শূন্যতায় চাঁদের আলো
নিরাশে,নির্ঘুমে পরিণত তিমির কালো।


বিদায় ক্ষণে কি দিব হে সব্যসাচী তোমায়
তুমি যে সবি দিলে ভবের হৃদয় ভরায়।
শুভকামনা ছাড়া কিছু নেই যে হে মহান
"তুমি রবে" সর্বহৃদয়ে চিরকাল অম্লান।


বি: দ্র:(সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিদায়ক্ষণে আমার ক্ষুদ্র প্রয়াস।আসুন আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।)