আকাশ জুড়ে তারার মেলা
ঐ আসছে দেখো মেঘের ভেলা!
মন ফাগুন উদাস হয়ে,
তেপান্তরের মাঠ পেরিয়ে
ভরাবে মন যে কুহূ কুহূ গান শুনিয়ে।


          আজ শত বাঁধা বিঘ্ন সব পেরিয়ে
          নিঃস্ব এ মন তবুও খুশি তোমায় পেয়ে
          আনন্দে মন মযূরী পেখম মেলে!
          নৃত্যকলায় হেলে দুলে,
          উদাস কনে কে গো এলে।


রংধনুর সব রঙ এনে!
সাজিয়ে দেবো রাঙা কনে
মৃদু হেসে ভালোবেসে,
মন মাতানো গান শোনাবো,
নাওনা আমায় তোমার পাশে।

          কি চাও গো ‘‘গোলাপ কলি’’
          পবন হয়ে দাও না বলি,
          রাখবো যত তোমার বায়না
          মন আভেসে ভাসবো দুজন
          হোক না চারিদিক যত গুঞ্জন।