কলম থমকে দাঁড়িয়েছে
প্রতিভার দুয়ার আজ রুদ্ধ হয়েছে
কবিতারা নিরবে নিভৃতে গোঁমরে,
শ্রাবণের বারিধারা ঝরছে অঝরে।


         আত্মার কষ্টগুলো কারও নয়,
         একান্ত নিজের তবুও করি অভিনয়
          হিসেবের খাতা আজ শূন্য
          তবুও কাঁদে মন কারও জন্য।


কোনো সুখপাখি ডানা ঝাপটে বলে না-
এই নাও কালি থমকে যেওনা
এগিয়ে যাও,অগ্রসর হতে হবে,
তবে কি কালি-কলম রুদ্ধই রবে?


           নিষ্ঠুর এ ধরায়-
           জড়িয়ে আছি মিছে মোহ মায়ায়
           চিৎকার করে বলি হে প্রকৃতি রিক্ত হস্তে আজ,
           নিলাম বিদায় দেখো নেই কোনো সাজ।