প্রায় বিশ বছর পর
“অঝরে কেঁদেছি”
         আমার অভিমান গুলো কেঁদেছে
বুকের পাঁজরে গাঁথা বিরহ চাপ,
চাপা ব্যথা গুলো চুপচাপ।


প্রায় দ্বিযুগ পর তুমি এলে,
শূন্য হৃদয়ে রিক্ত হস্তে
           বসন্তের কালবেলাতে
তবুও হাসি মুখে করেছি বরণ
ছুঁয়েছি তোমার চরণ।


যখন এলো দ্বিপ্রহর
ফের করলে পর
            ছিন্ন করলে মায়ার বন্ধন
করছে আজ বিরহ ক্রন্দন
কেন দেখালে ভালোবাসার প্রলোভন?