অপেক্ষার প্রহর গুনতে গুনতে
আজ ক্লান্ত প্রাণ যন্ত্রনা মনেতে,
তবুও অপেক্ষা করি মনের অজান্তে
মনের নয়ন থাকে অপেক্ষার দিগন্তে।


           দুরাশার চাঁদোয়ার গায়ে,
           হতাশার মেঘ গুলো আকাশ ছেয়ে
           চাঁদের পালকী চড়ে এসো কোনো ক্ষণে?
           অভিমান গুলো নিরবধি জমেছে মনে।


তুমি কি জান কত লিখেছি কবিতা গান?
পথ চেয়ে বেঁচে আছে এ প্রাণ।
সন্ধার আকাশে যখন থাকে রঙের বন্যা
আমার অশ্রু নয়ন তখনও সাগর কন্যা।


            হঠাৎ পেলাম একটি “ নীল খাম”
            খুশিতে আত্মহারা দৌড়ে এলাম
            দিশেহারা হয়ে খামটি দেখি খুলে-
            লিখেছো বর্নীল করে-“আমাকে যাও ভুলে।”