এক ঝাঁক তরুণ নব উদ্যমে
  দুর্গম পথ চলছিল অবিরাম অন্তহীন..
  তাঁদের সততা আর পরিশ্রমে,
  সাফল্যের নতুন সূর্য পেয়েছিল প্রাণ।


          আত্মার আত্মীয় ছিলো সকলে
          হঠাৎ স্বপ্নভ্রষ্ট হল ছলনার আদলে..
          শুধু তাই কাঁদে প্রাণ,
          সেই শুভমিলন মেলার ক্ষণ।


  কত হাসি,গান,আড্ডা ,কফি-চা পান
  ভুলবে না কেহ সেই রেশের টান।
  আজ “পুর্নমিলনী” পূণরায়,
  দর্শন হবে সেই কফি আড্ডায়।

           কিছু স্মৃতি যায় না ভুলা
           ভুলতে গেলে হৃদে ধরে জ্বালা
           এভাবেই একে অন্যের প্রতি,
           থাকে যেন সবসময় ভালোবাসা আর প্রীতি।