-তাল কেটে যায়


জোৎস্নার প্রান্তরে আমি আলোকিত
তবুও আলো খুঁজি অজানা পথে,
জীবন চাহিদার অন্বেষণে
বারংবার “তাল কেটে যায়”
জীবন যুদ্ধে হচ্ছে তাই ছন্দপতন।


-মেধাবী বা সৎ

এবার তবে তাল খুঁজি-
আরে মশাই আছে যার অর্থ-কড়ি,
তারাই পায় হাতে- খড়ি
আপনি হোন“ মেধাবী বা সৎ”
কিচ্ছু না বিজয়ী তারাই যারা অসৎ।


- সনদপত্র


“সনদপত্র ”সেতো নাম মাত্র
এসবের মূল্য হয় কি যত্রতত্র।
কড়ি ঢালুন তবেই পাবেন অন্নে’র পথ
নেই তো,কি আর করা খুঁজুন, দেখুন সোজা পথ।


-ছন্দের মিল


শিক্ষিত বেকার তরুণ
আজ জিম্মী।
হতাশার সমুদ্রে নিমজ্জিত,
কে দেখে ভাই এর বাস্তব চিত্র।
এভাবে কি তাল কাটতেই থাকবে ?
কবে আসবে সেই সুদিন...
হবে “ছন্দের মিল”।
শেষ হবে কবে এই অবিচার?