-কুয়াশা


তুমি একটা আস্তকুঁড়ে
ওঠো না রোজ ভোরে,
ঘুমাও শুধু সকাল সারে
ঘোমড়া মুখে থাক ভারে।


-পাখি


আমি রোজ উঠি ভোরে
ঘুম ভাঙি সবার সুরে সুরে।
মধুর মধুর গান করে,
সূয্যি মামা ও উঠে পড়ে।

- সূয্যিমামা

আপনি ভালো তো জগৎ ভালো
দূর কর হিংসা বিভেদ আর মনের কালো।
যে যেমন সে সেখানেই সুন্দর,
অন্যের দোষ না ধরে পরিষ্কার কর আপন অন্তর।