কত দিন আলোর মুখ দর্শন করিনি
কবিতারা ও নিবে বিদায় বুঝিনি।
একাকিত্ব আজ খাচ্ছে কুঁরে কুঁরে
একে একে সবাই গেল খেয়া ঘাট ছেড়ে।
    
             কালের খেয়া দিয়েছে আমায় বিদায়
             পড়েছে মরণ ছায়া।
             পবনে আর প্রাণ পাই না
             প্রাণ ভ্রমর শুনছে না কোনো বায়না।

প্রকৃতির এ বাঁধা নিয়ম
কেড়ে নিল সব সময়।
আর একটু সময় যদি পেতাম,
জীবনের কাব্যখানি লিখে যেতাম।


            জীবন খাতা আজ শূন্য
            এ জগৎ যা দিয়েছে তাতে ধন্য।
            ভাবছি বসে এই অবেলা-
            সবাই হলো পর জীবনের “সাঝঁবেলা”।