মাগো তুমি কোথায় গেলে এ ধরায় আমায় ফেলে
কষ্টে যখন বুক ভেসে যেত অশ্রুজলে।
জড়িয়ে ধরে আদর করে বুকে নিতে তুলে
সোনা আমার ,যাদু আমার বলে।


মনটা আমার শান্ত হতো ,
দুঃখ যেতাম ভুলে।
কত গল্প বলতে মাগো
মাটির প্রদীপ জ্বেলে।

বিশ্ব জগৎ সবি খুঁজি তবু ও পাই না মাগো তোমায়
কেউ জানে না তোমায় পাবো কোথায় গেলে!
নির্মম সময় তোমা বিহীন আমায় খাচ্ছে কুঁরে,
দয়ার ছায়া নেই গো মা অন্তর যায় যে জ্বলে।

মাগো তোমার সুখের সংসার
নাম রেখেছিলে “সুখের বাগান।”
সব ছেড়ে গেলে ঐ পরপার,
সুখের সংসার ভেঙে হল যে তাই খান খান।



বি:দ্রঃ আজ আসরে আমার ৫০ তম কবিতা প্রকাশ হল।আমি এ আসরের সকল কবিগণের কাছে চিরকৃতজ্ঞ।আপনারা আমার পাশে আছেন,আশা করি থাকবেন।আপনাদের ভালোবাসায় আমি অগ্রসর হতে পারছি।আমরা সকলে এক পরিবার হয়ে আছি।এজন্য এডমিনদ্বয় এবং এ আসরের সকলকে অসংখ্য ধন্যবাদ।

(আমার এই সামান্য কবিতাটি আমি আসরের সকলকে উৎসর্গ
করছি। )


ধন্যবাদন্তে-
রুনা লায়লা