জীবন কোনো এক সময় পূর্ণ বিরতি দেবে।
কত স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে বিলীন হবে।
মন কে বলি হে বন্ধু তুমি কি চাও?
উল্টো প্রশ্ন কি পেয়েছি আমি?


চমৎকার প্র্রশ্ন! উৎফুল্ল ছেড়ে এ মন স্তব্ধ,
আহা! তুমি কি বোকা?
সুখ চাও , কঠোর পরিশ্রমী হও ।
অফুরন্ত শান্তি চাও,তবে ছাড় দাও।


সংসারের মায়াজালে আবদ্ধ ;
এ বন্ধন কি ছিন্ন করা যায় ?
মন জানান দিল: আর কত দিন?
পূর্ণ দিবস-রজনী সব সমান।


কি ভাবছি ? দু ধরনের ভাবনা হতে পারে-
স্বপক্ষে বা বিপক্ষে।
ভাবান্তেই কাল অন্তিম প্রান্তে,
সব হয় মনের অজান্তে।


শ্রদ্ধা- অভিনন্দন,প্রীতি-উপহার
সহৃদগণ দিয়ে যান নিরন্তর।
“জীবন যেন ছেদচিহ্নের মত”
হোঁচট খায় অবিরত।


হ্যাঁ,কালের বির্বতনের সাকোঁতে আছি,
পার হলেই পরকাল(বর্তমানে ইহকাল)।
যদি তা প্রসিদ্ধ না মনে কর -
তবে ঘুরপাক খাও যত পারো।



বি:দ্র:( এই কবিতাটি শুধু মাত্র কৌতুহলে রচিত ছেদচিহ্ন নিয়েে এখানে প্রায় সব গুলো চিহ্ন রয়েছে।ভুল হলে ক্ষমা করবেন।)