চাঁদের আলো তুমি
আমি মাটির প্রদ্বীপ।
বিশাল সমুদ্র তুমি,
আমি তার ছোট্ট দ্বীপ।


ভোরের রক্তিম রবি তুমি
আমি অমাবস্যা রজনী।
প্রস্ফুটিত গোলাপ তুমি,
ঝরা পুষ্প আমি সজনী।


বৃষ্টির রিমঝিম শব্দ তুমি,
আমি কাল মেঘের হাতছানি।
সমুদ্রের টলমল জল তুমি,
আমি জল তরঙ্গের ধ্বনি ।


কবির কাব্য তুমি
আমি তার চরণ।
বধূ বরণ ঢালা তুমি,
আমি তার বরণ।


শহীদের বুকের রক্ত তুমি
আমি এক বীরঙ্গনা।
যুদ্ধের ইতিহাস তুমি,
আমি এর শেষ বা সূচনা।


প্রবাহমান নদী তুমি
আমি পাল তোলা নৌকা।
কোলাহলের ভিড় তুমি,
বিশাল পৃথিবীতে আমি একা।