আমি তার সৌরভে সুবাসিত হয়নি
যে ফুল ফুটেনি।
তবে হন্যে হয়ে পিছু ছুটেছি,
বিনিময়ে শুধু হতাশাই পেয়েছি।


আমি তাকে ভালোবাসিনি,
যার দেখা আজ ও পাইনি।
এক বুক ভালোবাসা তাকে দেবো,
যখন তাকে খুঁজে পাব।


সহসা তার জন্য এ মন কেঁদে ফেলে
স্বপ্ন ভেঙে যখন সে যায় চলে।
আমি তাকে অফুরন্ত ভালোবাসা দিতে চাই,
কিন্তু বাস্তবে তার নাগাল না পাই।


অবিরত আশা ভরশা জমছে এ প্রাণে,
কভু দেখা কি হবে তার সনে?
উত্তর খুঁজি আমি ঘুরে ফিরে,
অজান্তে এসে সে এ মন হরণ করে।

অগাধ বিশ্বাস এই মনে,
একদিন ফুটবে সে ফুল বনে।
স্বেচ্ছায় সেকি দিবে ধরা?
হবে কি এ মন পাগলপাড়া?