উচ্চ শিরে বললে- ব্যর্থ হবে !
তবে কেন অরণ্যে রোদন!
বর্নহীন অক্সিজেন
সচরাচর প্রাণ বাঁচায়,
তবুও কার্বন ডাই অক্সাইড বলে আয়।
সুখ সেতো নিরালায়।
পৃথিবী যেন রহস্যপুরী,
অবিরত ছল চাতুরী।
ব্যাধির কাছে ‘‘ব্যর্থ’’
জীবনের নেই কোনো অর্থ
কাঠ পোকা কিন্তু খাচ্ছে মাটি।
খাদবিহীন মাটি খাঁটি।
কালের বাস্তব বির্বতন,
নিঃশ্বেস হবে যখন তখন।
বয়ে যাচ্ছে জীবন তরী,
থমকে দাঁড়ানো বৈকি,
চলমান পথ ক্রমশ হচ্ছে যেন সরু,
বেঁচে থাকার অভিনয় এই আর কি!