বনেদী কাল থেকে
প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে,
বাঁচার জন্য স্বপ্ন আঁকে।
দিন-রজনী দ্বারে দ্বারে,
অন্নের তরে যুঝে,
ওরা দোসর ছাড়া চলতে পারে।
ললাটের নিয়তি  নেয় তাদের খুঁজে।
নিজেদের স্থানটা নেয় বুঝে।
ডানা ভাঙা পাখি,
তবুও উড়ার স্বপ্ন দেখে।
লুনা জলে তাদের সিক্ত আঁখি,
একই আকাশ,মাথার উপর রয়েছে,
রবি- শশী ও একই
কিন্তু ওরা নিপীড়িত হচ্ছে।
কর্মক্ষেত্রে চাই সমানাধিকার,
অসহায় ভাবে আর কত দিন?
দিন বাঁচার মত বাঁচার অধিকার,
তারা ও স্রষ্টার সৃষ্টি ,ওদের বাঁচতে দিন!