শশী দম্ভে অহংকারে পা মাটিতে না পড়ে,
আমিই দেই আলো জ্যোৎস্নাময় রাত,
প্রেমের জন্য,কাব্যের জন্য আলোকিত রাত,
তা না হলে রাত তুমি চিরকাল থাকতে অন্ধকারে।


সূর্য মৃদু হেসে বলে এতো দম্ভ ভালো নয়,তো!
আমারই আপন আলোতে হও তুমি আলোকিত,
“অহংকার পতনের মূল”
যার আছে মিছে এ গুন সে হারাবে দূকূল।