ভুলেই যাচ্ছি‘‘ শিক্ষাই জাতির মেরুদন্ড’’
শিশুরাই জাতির ভবিষ্যৎ,বাবা-মায়ের স্বপ্ন,আশা -ভরসা,
আগের সেই মাঠ নেই.ঘাট নেই,
দিন দিন স্কুল হয়ে যাচ্ছে কোণঠাসা।


আনাচে-কানাচে,অলিতে-গলিতে,
বেড়ে উঠছে যেন ব্যাঙের ছাতা।
বাড়িতে বাড়িতে,ফ্লাটে ফ্লাটে ,
ধন আছে তাই বাড়ছে প্রতিষ্ঠাতা।
মানের যাচাই নাই তাই হচ্ছে যাতা।


কত চাকচিক্য আর বাহারি ব্যানার,
ইংলিশ ভার্সন,ইংলিশ মিডিয়াম,
সাপ্তাহিক,ত্রৈমাসিক,ষান্মাসিক,
আর কত কি অফার আর এক্সাম।


আসুন ভাই,দেখুন কাকা
“একালের বিদ্যালয়” দেখুন কত রঙিন আর ফাঁকা
এল ই ডি মনিটরে আছে ছবি আঁকা
লেখা পড়ার মান নেই পেয়েছে যেন বোকা।


এভাবেই কি চলবে হালচাল,
দেখার সময় নেই কারও আজকাল।
ভেবে দেখুন করবেন কিনা মান বিচার!
এল ই ডি ছিল না বলে কি পড়েন নাই বাবা-চাচারা?
জ্ঞানী-গুনী,বরণীয়  কি হননি তারা?


এপ্রজন্ম চলে চার চাকায়,
চোখ থাকে র্স্মাট ফোন,ফেসবুক,
আর ওয়াটসঅ্যাপের আড্ডায়।
বাবা-মায়েরা করছে হায় হায়,
সোনার ছেলেরা বুঝি গেল গোল্লায়।